Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার


১। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণঃজেলা নির্বাচন অফিসার, ঝিনাইদহ এর তফসীল মোতাবেক ছবিসহ ভোটার তালিকাপ্রণয়নের জন্য ভোটারদের তথ্য সংগ্রহের জন্য নিয়োগকৃত তথ্যসংগ্রহকারীগণ তথ্যসংগ্রহ করে ভোটারদের নিবন্ধনের জন্য ০২ নং ফরম পূরণ করে ছবি তোলার জন্য  ভোটার স্লিপ বিতরণ করেন। ছবি তোলার পরই প্রত্যেক ভোটারের নিবন্ধন কার্যক্রমসম্পন্ন হয়। এছাড়া ভোটারদের ভোটার স্থানান্তর করণ, জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারানো জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ব্যবস্থা করা হয়।

২। জাতীয় পরিচয়পত্র বিতরণঃউপজেলানির্বাচন অফিস,  কোটচাঁদপুর, ঝিনাইদহ কর্তৃক জাতীয় পরিচয়পত্রনিবন্ধন অনুবিভাগ ঢাকা হতে প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র ভোটারদের মাঝে বিতরনকরা হয়।

৩। জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের কার্যক্রম গ্রহণঃ

(ক)বর্ণিত তফসীল মোতাবেক জেলা নির্বাচন অফিসার, ঝিনাইদহ হতে মনোনয়নপত্র ওনির্বাচনী নির্দেশিকা ও ফরম সংগ্রহ করে রিটার্ণিং অফিসারদের মাঝে বিতরণ।

(খ) জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, মনোহারী দ্রব্যাদীসহ নির্বাচনী সামগ্রী রিটার্নিং অফিসার ও ভোটগ্রহণকারীকর্মকর্তাদের মাঝে বিতরণ।

(গ) বিভিন্ন নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকার খসড়া প্রণয়ন এবং চূড়ান্ত করণ

(ঘ) ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রণয়ন এবং তাদের নির্বাচনী প্রশিক্ষণের যাবতীয় কার্যাদি সম্পন্ন করা।

(ঙ) নির্বাচন শেষে ফলাফল সংগ্রহ করে নির্বাচন কমিশন সচিবালয়, জেলা নির্বাচন অফিস সহ সংশ্লিষ্ট সকলকে কপি প্রদান।

(চ)নির্বাচনী ফলাফল ইন্ট্রানেটের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ।এছাড়াও নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত নির্দেশনামতেবিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা।

*ছবিসহ ভোটার তালিকা হালনগাদ কার্যক্রম শীঘ্রই শুরু হবে।